সোকওয়েল এক ধরনের পিট বা কুয়ো যার মাধ্যমে সেপটিক ট্যাংক থেকে বের হওয়া বর্জ্যপানি বা দূষিত পানি বিভিন্ন স্তরে ফিল্টার হয়ে মাটির নীচের পানির স্তরে মিশে যায়। সোকওয়েল সিলিন্ডার আকৃতির হয় এবং ওয়ালগুলোতে ছিদ্র থাকে।এটি ইট দিয়ে, আরসিসি রিং-স্লাব দিয়ে অথবা প্লাষ্টিক রিং -স্লাব দিয়েও তৈরী করা যায়।