সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একজনের মৃত্যু

  • Author: _bd_fsm_bd_fsm
  • Published: December 3, 2022 - 6:56 pm
  • Updated: December 3, 2022 - 6:58 pm

টাঙ্গাইলের মধুপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে কমল বাশফৈর ওরফে বহিরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আব্দুল মজিদ (৪০) ও আব্দুল আজিজ (৩৫) নামের অপর দুই সহোদর।

 

মঙ্গলবার (৩০ মে) সকাল নয়টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা গ্রামে সাহেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কমল মধুপুর পৌর শহরের যমুনা ব্যাশফৈরের ছেলে।

আহত মজিদ ও আজিজ আশ্রা গ্রামের সাহেদ আলীর ছেলে।

 

আহত মজিদের মা মজিরন বাংলানিউজকে জানান, সাহেদ আলীর বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করা জন্য কমলকে ডেকে আনা হয়। ট্যাংকে নামার পর কমলের কোনো সাড়া না পেয়ে প্রথমে মজিদ ও পরে ছোট ছেলে আজিজও ট্যাংকে নামেন। পরে তারাও অসুস্থ হয়ে পড়েন।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা এসকে তুহিনের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। আজিজ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠেন। তবে মজিদ ও কমলকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক কমলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বিষয়টির সত্যত নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *