পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক-আইনি কাঠামোর মোড়ক উন্মোচন

  • Author: FSM NetworkFSM Network
  • Published: December 3, 2022 - 7:38 pm
  • Updated: December 3, 2022 - 7:39 pm

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামোর অনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হলো। শনিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়।

‘পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) প্রতিষ্ঠানিক এবং আইনি কঠামোর আনুষ্ঠানিক প্রকাশনা এবং পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা’ বিষয়ক এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর ও শহরাঞ্চলে আবাসিক-বাণিজ্যিক ভবনের সেপটিক ট্যাংকসমূহ পরিষ্কারকরণ ও ব্যবস্থাপনায় অদক্ষ শ্রমিক নিয়োগ ও যথাযথ সতর্কতা অবলম্বন না করায় প্রায়শই নিয়োজিত শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন এবং তাদের প্রাণহানীও ঘটে।

তারা আরও বলেন, সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান যথা- সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ওয়াসা সেপটিক ট্যাংকের পয়ঃনিষ্কাশন ও ব্যবস্থাপনার জন্য উপযুক্ত শ্রমিক বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। সে ক্ষেত্রে বাছাইকৃত শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফত সহায়তা করতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার (এফএসএম) প্রাতিষ্ঠানিক এবং আইনি কাঠামোর সার-সংক্ষেপ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান। এ ছাড়া এসডিজি ৬ এর আলোকে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে করণীয় তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী রশিদুল হকের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব অবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *